এনডিটিভি জানায়, মঙ্গলবার ভারতের রাজধানী দিল্লিতে ‘স্থায়ী সিন্ধু কমিশন’ এর দুইদিনের বৈঠক শুরু হতে যাচ্ছে।
দুই দেশের মধ্যে দিয়ে প্রবাহিত নদীগুলোর পানিবন্টন নিয়ে দ্বন্দের অবসানে ১৯৬০ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে ‘সিন্ধু জল চুক্তি’ হয়। যার অংশ হিসেবে ওই বছর গঠন করা হয় ‘স্থায়ী সিন্ধু কমিশন’।
চুক্তি অনুযায়ী কথা ছিল, দুইদেশের প্রতিনিধিরা পানিবন্টন নিয়ে আলোচনার জন্য বছরে অন্তত একবার বৈঠক করবে।
কিন্তু ২০১৯ সালে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামায় আত্মঘাতী বোমা হামলায় ৪০ ভারতীয় জওয়ান নিহতের ঘটনায় দুই প্রতিবেশী দেশের মধ্যে যুদ্ধ উত্তেজনা তৈরি হয়। তারপর থেকে ‘সিন্ধু জল চুক্তি’ নিয়ে তাদের মধ্যে আলোচনা বন্ধ রয়েছে। ভারতের অভিযোগ, পাকিস্তানে আশ্রয় পাওয়া জঙ্গিরাই কাশ্মীরে ওই হামলা চালিয়েছে।
পরের বছর ভারত সরকার জম্মু ও কাশ্মীর রাজ্যের বিশেষ মর্যাদা তুলে নিয়ে সেটিকে জম্মু ও কাশ্মীর এবং লাদাখ নামে কেন্দ্র শাসিত দুইটি আলাদা অঞ্চলে ভাগ করে। যা নিয়ে আপত্তি জানিয়েছিল পাকিস্তান।
২০১৮ সালের অগাস্টে সর্বশেষ ‘স্থায়ী সিন্ধু কমিশন’র বৈঠক হয়েছিল।
পুলওয়ামায় আত্মঘাতী হামলার পর ওই বছরের বৈঠক বাতিল হয়ে যায়। আর গত বছর করোনাভাইরাস মহামারীর কারণে ভারত ভার্চুয়াল বৈঠক করতে চাইলেও পাকিস্তান তাতে রাজি হয়নি। তারা আতারি-ওয়াগা সীমান্তে সরাসরি বৈঠকের দাবি জানিয়েছিল।
এনডিটিভি জানায়, ভারত সরকার লাদাখে একটি হাইড্রোপাওয়ার প্রোজেক্ট করার পরিকল্পনা করেছে। পাকিস্তান ওই প্রোজেক্ট নিয়ে ঘোর আপত্তি জানিয়েছে। এবারের বৈঠকে এই বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে।