ক্যাটাগরি

ঢাকার মতো চট্টগ্রামেও হবে স্মৃতিসৌধ: জেলা প্রশাসক

সোমবার দুপুরে চট্টগ্রাম
প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে সাংবাদিকদের সঙ্গে বিনিময়ে তিনি বলেন, “চট্টগ্রামে কোনো
স্মৃতিসৌধ নেই শ্রদ্ধা নিবেদনের জন্য। স্মৃতিসৌধ নির্মাণের জন্য আমরা কয়েকটি জায়গা
দেখেছি। দ্রুত এ বিষযে দ্রুত সিদ্ধান্ত হবে।”

চট্টগ্রাম মহানগরীতে
রাইফেল ক্লাব সংলগ্ন এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনার রয়েছে। আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস,
বিজয় দিবস ও স্বাধীনতা দিবসে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন
শ্রেণি-পেশার মানুষ শহীদ মিনারেই শ্রদ্ধা নিবেদন করেন।

মতবিনিময় সভায় চট্টগ্রামের
জেলা প্রশাসক সাম্প্রতিক সময়ে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ার প্রেক্ষিতে গৃহীত
বিভিন্ন উদ্যোগ, চট্টগ্রাম জেলা প্রশাসন কার্যালয়কে দুর্নীতিমুক্ত হিসেবে গড়ে তোলাসহ
বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন।

চট্টগ্রাম প্রেস ক্লাব
সভাপতি আলী আব্বাসের সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত
সভায় স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ।

সাম্প্রতিক সময়ে বিভিন্ন
অনুষ্ঠান আয়োজনসহ সাধারণ মানুষের মধ্যে অসচেতনতার কারণে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে
উল্লেখ করে জেলা প্রশাসক মমিনুর রহমান বলেন, প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন নির্দেশনা
দেওয়া হয়েছে।

“কোথাও কোনো নিষেধাজ্ঞা
আরোপ করা না হলেও বিভিন্ন হোটেল, রেস্টুরেন্ট এবং কনভেনশন হলগুলোতে চিঠি দিয়েছি। অনুষ্ঠানগুলোতে
চারভাগের একভাগ অতিথি রাখার কথা বলেছি। পতেঙ্গা সি-বিচসহ বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতে
ভিড় এড়াতে প্রশাসনের পক্ষ থেকে নজরদারি এবং ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হবে।”

জেলা প্রশাসক বলেন,
“সংক্রমণ রোধে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য চট্টগ্রামে বিভিন্ন স্বেচ্ছাসেবী
প্রতিষ্ঠানের মাধ্যমে বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করা হবে এবং বিভিন্ন উন্নয়ন সংস্থাকেও
এতে সম্পৃক্ত করা হচ্ছে।”

সভায় অন্যান্যের মধ্যে
বক্তব্য রাখেন প্রেস ক্লাবের জ্যেষ্ঠ সহ-সভাপতি সালাহউদ্দিন মো. রেজা, চট্টগ্রাম সাংবাদিক
ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম।