সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিকাশ
জানিয়েছে, এই অফারের আওতায় মেলা চলাকালে একজন ক্রেতা সর্বোচ্চ ১০০ টাকা ক্যাশব্যাক
পেতে পারেন।
গত ছয় বছর ধরে বইমেলায় ক্যাশব্যাক
অফার দিয়ে আসছে বিকাশ। গত ১৮ মার্চ থেকে শুরু হওয়া এই অফার চলবে ১৪ এপ্রিল পর্যন্ত।
বইমেলার অধিকাংশ স্টলেই বিকাশ অ্যাপে
কিউআর কোড স্ক্যান করে, *২৪৭# ডায়াল করে অথবা পেমেন্ট গেটওয়ের মাধ্যমে বিকাশ পেমেন্ট
করে তাৎক্ষণিক ক্যাশব্যাক পাবেন গ্রাহকরা।
এছাড়া যাদের বিকাশ অ্যাকাউন্ট নেই,
তাদের অফার নেওয়ার সুবিধা দিতে বইমেলা প্রাঙ্গণে বিকাশের বুথও বসানো হয়েছে।
ফলে জাতীয় পরিচয়পত্র নিয়ে এসে তাৎক্ষণিক
বিকাশ অ্যাকাউন্ট খুলে বই কেনায় ক্যাশব্যাক অফার গ্রহণ করতে পারছেন গ্রাহকরা। গ্রাহকদের
সুবিধায় মেলা প্রাঙ্গনে রয়েছে ক্যাশইন, ক্যাশআউটের ব্যবস্থাও।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেলায় আসা
দর্শনার্থী ও বিকাশের যৌথ উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ১৫ হাজার বই বিতরণের পরিকল্পনাও
নেওয়া হয়েছে।
প্রতি সপ্তাহে সুবিধাবঞ্চিত শিশুদের
হাতে মেলা প্রাঙ্গনে এসব বই তুলে দেওয়া হবে। মেলা শেষে সংগৃহিত বাকি বই দেশের বিভিন্ন
লাইব্রেরিতে বিতরণ করা হবে।
বইমেলায় বিনামূল্যে নিরাপদ পানি ও
চা-কফির ব্যবস্থা করেছে বিকাশ। এছাড়া যারা হেঁটে মেলায় ঘুরতে পারবেন না, তাদের জন্য
হুইল চেয়ারের ব্যবস্থাও করেছে মোবাইল ব্যাংকিং সেবাদাতা প্রতিষ্ঠানটি।