ক্যাটাগরি

নাশকতার মামলায় নওগাঁয় জেএমবি সদস্যের কারাদণ্ড

মঙ্গলবার নওগাঁর বিশেষ
ট্রাইব্যুনালের বিচারক মেহেদী হাসান তালুকদার এই আদেশ দেন।

দণ্ডিত হাতেম আলী নওগাঁর
মান্দা উপজেলার তালপাতিলা গ্রামের প্রয়াত তানজেম আলীর ছেলে।

একই সঙ্গে তাকে ৫ হাজার
টাকা জরিমানাও করা হয়, যা অনাদায়ে তাকে আরও এক মাসের বিনাশ্রম কারাভোগ করতে হবে।

মামলার বরাত দিয়ে রাষ্ট্রপক্ষের
আইনজীবী সঞ্জীব কুমার বলেন, জেলা গোয়েন্দা কর্মকর্তারা ২০১৬ সালে ১২ জুন রাতে হাতেম
আলীর বাড়ি ঘেরাও করে। পরে তার শয়ন ঘর থেকে ৩ শত গ্রাম করে ৯ শত গ্রাম ওজনের তিনটি হাতবোমা
উদ্ধার করেন।

আসামি জনমনে আতংক ও
নাশকতামূলক কর্মকাণ্ডের জন্য বিস্ফোরক দ্রব্য রাখায় একই তারিখে পুলিম মান্দা থানায়
একটি মামলা দায়ের করে।

রায় ঘোষণার পর এই আসামিকে
জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান।

রাষ্ট্রপক্ষে মামলা
পরিচালনা করেন সঞ্জিব কুমার সরকার ও আসামিপক্ষে ছিলেন আবু জাহিদ মো. রফিকুল ইসলাম।