ক্যাটাগরি

মাস্ক: মঙ্গলে ২০৩০ এর আগেই নামবে স্টারশিপ রকেট

রয়টার্স উল্লেখ করেছে, ফেব্রুয়ারিতে ৮৫ কোটি ডলার নগদ বিনিয়োগ সংগ্রহ করেছে স্পেসএক্স। তবে, সাম্প্রতিক সময়ে স্টারশিপ রকেটের একটি নমুনা উৎক্ষেপণের পরপরই বিস্ফোরিত হয়েছে।

ভবিষ্যত মিশনে চাঁদ এবং মঙ্গলে মানুষ ও একশ’ টনের কার্গো নিয়ে যাওয়ার জন্য ভারী রকেট তৈরি করছে স্পেসএক্স। সম্প্রতি বিস্ফোরিত এসএন৯ নমুনাটি সেটিরই একটি পরীক্ষামূলক একটি মডেল ছিল।

এ বছরের শেষেই প্রথম কক্ষপথ উৎক্ষেপণ সম্পন্নের কথা রয়েছে। মাস্ক জানিয়েছেন, ২০২৩ সাল নাগাদ জাপানি শতকোটিপতি ইউসাকু মায়েজাওয়াকে স্টারশিপে করে চাঁদের আশপাশে ঘুরিয়ে আনার পরিকল্পনা রয়েছে তার।

মঙ্গলবার এক টুইটে মাস্ক জানিয়েছেন, “সত্যিকারের দৃঢ় প্রান্তিকতা মার্স বেজ আলফা’কে স্বনির্ভর করছে।”