ক্যাটাগরি

সুবর্ণজয়ন্তী: ৫০ টাকার স্মারক নোট ছাড়বে বাংলাদেশ ব্যাংক

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

২৮ মার্চ থেকে স্মারক ব্যাংক নোট, স্মারক নোট ও রৌপ্য স্মারক মুদ্রা বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিসে পাওয়া যাবে। পরে অন্যান্য শাখা অফিস হতে পাওয়া যাবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন প্রচলনে দেওয়া ৫০ টাকা মূল্যমান স্মারক ব্যাংক নোটটি বর্তমানে প্রচলনে থাকা ৫০ টাকা মূল্যমানের অন্যান্য নোটের সাথে দৈনন্দিন লেনদেনে ব্যবহৃত হবে।

৫০ টাকা মূল্যমান স্মারক নোটটির জন্য আলাধাভাবে বাংলা ও ইংরেজি লিটারেচার সম্বলিত ফোল্ডার প্রস্তুত করা হয়েছে। ফোল্ডার ছাড়া শুধুমাত্র খামসহ স্মারক নোটটির মূল্য ধরা হয়েছে ৫০ টাকা এবং ফোল্ডার ও খামসহ স্মারক নোটটির মূল্য নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা ।

রৌপ্য স্মারক মুদ্রাটির মূল্য নির্ধারণ করা হয়েছে স্মারক বাক্সসহ ৪,০০০ টাকা ।