সম্প্রতি কক্সবাজারের রয়েল টিউলিপ হোটেলে আয়োজিত
হয় এই সম্মেলন।
ফেয়ার ইলেকট্রনিক্স স্যামসাং মোবাইল ফোন, টিভি, ফ্রিজ, এয়ার কন্ডিশনার এবং মাইক্রোওয়েভ ওভেনের প্রস্তুতকারক ও বিপণনকারী।
‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় একসাথে”
শীর্ষক সম্মেলনের প্রথম দিনের অনুষ্ঠানে আসা সকল বিজনেস পার্টনার ও সেলস টিমের সদস্যদের নিয়ে কয়েকটি
দল ভিত্তিক কার্যক্রম করা
হয় সম্মেলনে।
দ্বিতীয় দিনের কার্যক্রমে ছিল বিজনেস সেশন যেখানে স্যামসাং এর বিভিন্ন নিত্য নতুন পণ্য,
উদ্ভাবনী উৎকর্ষতা, ফেয়ার ইলেকট্রনিক্সের কর্মপদ্ধতি, বিক্রয়কর্মী ও পার্টনারদের বিক্রয় দক্ষতা বৃদ্ধি এবং সারা বছরের ব্যবসায়িক কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
স্যামসাং ইলেকট্রনিক্স বাংলাদেশের কান্ট্রি হেড ও ম্যানেজিং ডিরেক্টর হয়্যানসাং উ, মহাব্যবস্থাপক বোমিন কিম, কনজ্যুমার ইলেকট্রনিক্স অ্যান্ড আইটি বিভাগের প্রধান শাহরিয়ার বিন লুৎফর, হেড অব মোবাইল মূয়ীদুর রহমান, কনজ্যুমার ইলেকট্রনিক্স বিভাগের প্রধান (সেলস অ্যান্ড পার্টনার ম্যানেজমেন্ট) সাদ বিন হাসান, ফেয়ার গ্ৰুপের চেয়ারম্যান রুহুল আলম আল মাহবুবসহ স্যামসাং এবং ফেয়ার গ্ৰুপের কর্মকর্তা ও কর্মচারীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।