মঙ্গলবার
দুপুর ১২টার উপজেলার কানাইপুর ইউনিয়নে মেসার্স করিম জুট মিলে এই অগ্নিকাণ্ড হয় বলে
ফরিদপুর ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন ম্যানেজার সুভাষ বাড়ৈ জানান।
ফরিদপুর
ও পাশের জেলার ফায়ার সার্ভিসের একাদিক দল দুপুর ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম
হয় বলে তিনি জানান।
ফায়ার সার্ভিস
কর্মকর্তা সুভাষ বাড়ৈ জানান, মিলের ১৯ নম্বর গুদামের বেল করা পাটে আগুন ধরে। ফায়ার
সার্ভিস আগুন নিয়স্ত্রণে আনায় পাশের গুদামে ছড়িয়ে পড়তে পারেনি।
আগুনে
কী পরিমাণ পাট পুড়ে গেছে এবং কীভাবে আগুনের সূত্রপাত সেটি এখনও জানা সম্ভব হয়নি বলে
সুভাষ বাড়ৈ জানান।
অগ্নিকাণ্ডের
খবর পেয়ে ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুম
রেজা, ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক নজরুল ইসলামসহ পুলিশ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল
পরিদর্শন করেছেন।