জাতীয় লিগের ম্যাচে
বিকেএসপিতে বুধবার রংপুর বিভাগের হয়ে ঢাকা বিভাগের বিপক্ষে ম্যাচের তৃতীয় দিন সকালে
সেঞ্চুরি স্পর্শ করেন নাসির।
৯৩ রান নিয়ে নাসির শুরু
করেন দিন। ৯৯ রানে বাঁহাতি স্পিনার নাজমুল ইসলাম অপুকে সুইপ করতে গিয়ে প্রায় আউট হতে
বসেছিলেন। ওই ওভারেই নাজমুলকে ফ্লিক করে সিঙ্গেল নিয়ে সেঞ্চুরি স্পর্শ করেন ২১৮ বলে।
প্রথম শ্রেণির ক্রিকেটে
এটি তার অষ্টম সেঞ্চুরি।
একের পর এক সতীর্থকে
হারানোর পর অবশ্য ইনিংসটি বড় করতে পারেননি নাসির। দলের শেষ ব্যাটসম্যান হিসেবে আউট
হন তিনি, বাঁহাতি পেসার সালাউদ্দিন শাকিলকে জায়গা বানিয়ে খেলতে গিয়ে বোল্ড ১১৬ রানে।
ইনিংসে ১১টি চারের সঙ্গে আছে ৪ ছক্কা।
প্রথম ইনিংসে ঢাকার
৩৬৫ রানের জবাবে রংপুর করে ২৩০ রান।
জাতীয় লিগের আগে কিছুদিন
নাসির খবরের শিরোণামে ছিলেন মাঠের বাইরের বিতর্কে। তার স্ত্রীর আগের স্বামীর করা মামলায়
তাকে ঝামেলা পোহাতে হয়েছে বেশ। জাতীয় লিগ শুরুর আগের দিন তিনি সংবাদমাধ্যমকে বলেন,
সব পেছনে ফেলে রান করতে চান মাঠে।
“এটা ক্রিকেট মাঠ। এখানে খেলতে এলে আমার মাথায় বাইরের চিন্তা
থাকে না। কোনো খেলোয়াড়েরই থাকে না। বাইরে যাই হোক না কেন, ব্যাটিং-বোলিং করার সময়
এসব চিন্তা থাকে না।”
“
দীর্ঘদিন পর খেলার সুযোগ পেয়ে অবশ্যই খুব ভালো লাগছে।
এটা আমার কামব্যাক টুর্নামেন্ট। চেষ্টা থাকবে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার। যেহেতু
৬টা ম্যাচ, ৬ ম্যাচে যেন অন্তত ৮০০ বা হাজার রান করতে পারি। এটাই আমার চেষ্টা
থাকবে।”