ক্যাটাগরি

হবিগঞ্জে ট্রাক চাপায় প্রাণ গেল কৃষকের

ঢাকা সিলেট মহাসড়কের
নোয়াপাড়ায় বুধবার সকালে এই ঘটনা ঘটে।

নিহত আব্দুল আহাদ (৪০)
উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের বেঙ্গাডোবা গ্রামের ছুরত আলীর ছেলে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে
থানার ওসি মাইনুল ইসলাম জানান, আব্দুল আহাদ নামে ওই কৃষক মহাসড়ক দিয়ে রাস্তা পার হওয়ার
সময় ঢাকাগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ওসি মাইনুল বলেন, পুলিশ
মরদেহ উদ্ধার এবং ট্রাকটি আটক করেছে। তবে চালক পলাতক রয়েছেন।