অনুশীলনে মঙ্গলবার আতলেতিকোর খেলোয়াড়রা যার যার মতো স্ট্রেচিং করছিলেন। এমন সময়ে পিছন দিয়ে হেলে লুটিয়ে পড়েন দেম্বেলে। শুরুতে কাঁপছিল তার বাঁ পা।
ছুটে আসেন সতীর্থরা। তাদের চিৎকারে দ্রুত এসে উপস্থিত হন চিকিৎসক দলের সদস্য। দেম্বেলেকে অ্যাম্বুলেন্সে নিতে আনা হয় স্ট্রেচার। তবে ততক্ষণে সতীর্থদের সহায়তায় উঠে দাঁড়ান ফরাসি এই ফরোয়ার্ড।
Atlético Madrid striker Moussa Dembélé collapsed in training today and had to receive medical attention.
He eventually regained consciousness and was able to walk off the pitch on his own. He is currently at hospital undergoing further medical tests.
pic.twitter.com/3Gm7SG2Kf6— FutbolBible (@FutbolBible) March 23, 2021
স্প্যানিশ গণমাধ্যমের খবরে বলা হয়, জ্ঞান ফেরার পর দেম্বেলে নিজেই হেঁটে মাঠ থেকে বের হন। এরপর তাকে হাসপাতালে নেওয়া হয়।
পরে হাসি মুখে ২৪ বছর বয়সী ফরাসি ফুটবলারকে গাড়ি চালিয়ে বাড়ি ফিরতে দেখা যায়।
গত জানুয়ারিতে লিওঁ থেকে ধারে আতলেতিকোয় যোগ দেওয়ার পর মাদ্রিদের দলটির হয়ে চার ম্যাচ খেলার সুযোগ হয়েছে দেম্বেলের। তবে এখনও গোলের দেখা পাননি তিনি।