এক বিবৃতিতে বৃহস্পতিবার ৭৩ বছর বয়সী বেনিতোর মৃত্যুর খবর জানায় রিয়াল। গত এক দশক ধরে তিনি অসুস্থ ছিলেন।
‘ক্লাব ইতিহাসের অন্যতম কিংবদন্তি’কে হারানোয় শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে মাদ্রিদের ক্লাবটি।
১৬ বছর বয়সে রিয়ালের একাডেমিতে যোগ দেওয়া বেনিতো ১৯৬৯ থেকে ১৯৮২ সাল পর্যন্ত খেলেন মূল দলে। ১৩ মৌসুমে ছয়বার জিতেন লিগ শিরোপা, কোপা দেল রে জিতেন পাঁচবার।
ক্লাবের হয়ে ৪২০টি ম্যাচ খেলা বেনিতো স্পেনের হয়ে খেলেছেন ২২ ম্যাচ।