ক্যাটাগরি

নবাবগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে তরুণ গ্রেপ্তার

গ্রেপ্তারের পর বুধবার
তাকে আদালতে পাঠানো হয়েছে বলে নবাবগঞ্জ থানার এসআই নাজমুল আলম জানান।

গ্রেপ্তার নয়ন
মাদবর (১৯) উপজেলার উত্তর কিরঞ্চি গ্রামের সোহবারের পালিত ছেলে।

এসআই নাজমুল জানান, সোমবার
দুপুরে ঐ শিশু বাড়িতে একা ছিল। এ সুযোগে নয়ন তাকে লোভ দেখিয়ে কিরঞ্চি গজারিয়ার
শ্যামল হালদারের ডাঙ্গারপাড়ে ডেরা ঘরের ভেতরে নিয়ে যায়।

সেখানে তাকে ধর্ষণ করে
বলে থানায় অভিযোগ করেন মেয়েটির পরিবার। অভিযোগ পেয়ে মঙ্গলবার নয়নকে গ্রেপ্তার করা
হয় বলেন তিনি।

এছাড়াও শিশুটিকে ডাক্তারি
পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে বলেন এ পুলিশ কর্মকর্তা।