কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে মঙ্গলবার কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩ দলকে ১-০ গোলে হারায় বাংলাদেশ। প্রতিপক্ষের আত্মঘাতী গোলে পাওয়া জয়ে প্রতিযোগিতার ফাইনালে এক পা দিয়ে রেখেছে তারা।
আগামী শনিবার স্বাগতিক নেপালের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পাঠানো ভিডিও বার্তায় খেলোয়াড়রা জানিয়েছেন আরও ভালো খেলার প্রত্যয়।
অভিষেক ম্যাচে আলো ছড়িয়ে কোচের প্রশংসা পেয়েছেন রিমন হোসেন। বসুন্ধরা কিংসের এই ডিফেন্ডার নেপাল ম্যাচে নিজেকে মেলে ধরতে চান আরও বেশি।
“জাতীয় দলের হয়ে অভিষেক ম্যাচে কোচ আমাকে ৯০ মিনিট খেলানোয় খুব ভালো লাগছে। যতটুকু পেরেছি, ভালো পারফরম্যান্স করার চেষ্টা করেছি। আশা করি, পরের ম্যাচ আরও ভালো খেলব। সবাই আমার জন্য, দলের জন্য দোয়া করবেন, যেন আমরা ভালো কিছু করে দেশে ফিরতে পারি।”
কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩ দলের রক্ষণে কয়েকবার হানা দিলেও গোলের দেখা পাননি মতিন মিয়া। জাতীয় দলের এই ফরোয়ার্ড জানালেন প্রথম ম্যাচের জয়ে আত্মবিশ্বাস বেড়েছে তাদের।
“কালকের ম্যাচ আমরা জিতেছি। ব্যক্তিগতভাবে আমি ভালো খেলার চেষ্টা করেছি। দলের সবাই ভালো খেলার চেষ্টা করেছে। যেহেতু অনেক দিন পর (ডিসেম্বরের পর) আমাদের ম্যাচ ছিল। জয় দরকার ছিল। দলের সবাই মিলে আমরা চেষ্টা করেছি; জিতেছি। ইনশাল্লাহ, আগামী ম্যাচে আরও ভালো কিছু করার চেষ্টা করব।”