ক্যাটাগরি

পিকেএসএফের সভায় যুদ্ধদিনের কথা শোনালেন বীর মুক্তিযোদ্ধারা

বুধবার পিকেএসএফের ‘সমৃদ্ধি’ কর্মসূচিভুক্ত ২০১টি ইউনিয়নের ২০১ জন বীর
মুক্তিযোদ্ধার অংশগ্রহণে সভাটি অনুষ্ঠিত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

অনুষ্ঠানে পিকেএসএফ চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদ বলেন, “বঙ্গবন্ধুর
আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা কেবলমাত্র আলোচনাতে সীমাবদ্ধ থাকলে চলবে না, বরং সেগুলো
মনে-প্রাণে বিশ্বাস ও ধারণ করতে হবে এবং বাস্তবায়নের জন্য সবাইকে একসাথে কাজ করতে হবে।”

স্বাগত বক্তব্যে পিকেএসএফের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদের বলেন,
“একই সময়ে জাতিরপিতার জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের সুযোগ পাওয়া
আমাদের বিরল সৌভাগ্য।”

অনুষ্ঠানে ২০ জন বীর মুক্তিযোদ্ধা যুদ্ধের স্মৃতিকথা তুলে ধরেন।

সভায় বক্তব্য রাখেন পিকেএসএফের পর্ষদ সদস্য সাবেক রাষ্ট্রদূত মুন্সী ফয়েজ
আহমদ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব অরিজিৎ চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের সাবেক
ডেপুটি গভর্নর নাজনীন সুলতানা এবং ইউসেপ বাংলাদেশের চেয়ারপার্সন পারভীন মাহমুদ।