ক্যাটাগরি

গাজীপুরে কিশোরীকে ‘দলবেঁধে ধর্ষণ’: প্রেমিকের বাবাসহ আটক ২

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্বচান্দরা এলাকার এ ঘটনায় বুধবার দুইজনকে আটক করা হয়। 

আটকরা হলেন, ‘প্রেমিক’ সাগর হোসেনের বাবা মুন্না মিয়া (৪৫), সাগরের সহযোগী মামুন (২০) । তাদের গ্রামের বাড়ি বগুড়া জেলায়।

ঘটনার বিবরণ দিয়ে কালিয়াকৈর থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী জানান, ওই কিশোরী স্থানীয় এক পোশাক তৈরির প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষার্থী।

গত ছয় মাস আগে স্থানীয় পোশাক কারখানার শ্রমিক সাগরের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

এ সম্পর্কের সূত্রে গত মঙ্গলবার রাতে ১০টার দিকে সাগর ওই কিশোরীকে মোবাইল ফোনে ডেকে বাড়ির বাইরে নিয়ে যায়।

সেখান থেকে সাগর তার সহযোগী মামুনসহ তিনজন কিশোরীকে জোর করে ধরে পাশের এক কাঠ বাগানে নিয়ে গিয়ে দলবেঁধে ধর্ষণ করে।

রাতে মেয়েকে ঘরে না দেখে কিশোরীর মা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন।

বুধবার সকালে ওই কিশোরীকে কাঠবাগান থেকে উদ্ধার করে বাসায় নিয়ে যায় স্বজনরা।

এ ঘটনার পর সাগরের বাবা মুন্না মিয়া তার ছেলেকে পালিয়ে যেতে সহযোগিতা করার এবং ঘটনাটি কাউকে না বলার জন্য ভয়ভীতি দেখানোর অভিযোগ রয়েছে।

এ ঘটনায় কিশোরীর মা কালিয়াকৈর থানা একটি লিখিত অভিযোগ দেন।

পরে পুলিশ বাড়িতে অভিযান চালিয়ে সাগরকে না পেয়ে তার বাবা মুন্না এবং মামুন নামের যুবককে আটক করে বলেন ওসি।