ক্যাটাগরি

ফরিদপুরে ভেঙে পড়া সেতুর মেরামত হয়নি ৫ দিনে

উপজেলার জুঙ্গুরদি বাসস্ট্যান্ড ও নগরকান্দা সদরের মধ্যবর্তী কুমার নদের উপরে স্থাপিত বেইলি ব্রিজটি গত ২০ মার্চ ট্রাকের ভারে ভেঙে পড়ে। এতে চলাচলে ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা।  

সরেজমিনে দেখা গেছে, সেতুর ভেঙে যাওয়া অংশে বাঁশ দিয়ে পাটাতন ও হাতল লাগিয়ে ঝুঁকি নিয়ে প্রতিদিন লোকজন চলাচল করছে। অনেকে কুমার নদে নৌকা দিয়ে পারাপার হচ্ছেন। জরুরি প্রয়োজনে ছোট যানগুলোকে কয়েক কিলোমিটার ঘুরে বিকল্প পথ ব্যবহার করতে হচ্ছে।

স্থানীয় আনিস বলেন, “সড়ক বিভাগের অবহেলার কারণে ভোগান্তি পোহাতে হচ্ছে স্থানীয়দের। ব্রিজটি ভেঙে যাওয়ার পরও সড়ক বিভাগ কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। জীবনের ঝুঁকি নিয়ে ব্রিজ পারাপার হচ্ছে স্থানীয়রা। ভেঙে পড়া ব্রিজের উপর দিয়ে বাঁশ ফেলে জরুরি প্রয়োজনে এপার ওপার পারাপার হতে হচ্ছে; যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।”

স্থানীয় আলমাস বলেন, বিগত ৮০’র দশকে কুমার নদের উপর এ বেইলি ব্রিজটি নির্মাণ করা হয়। দীর্ঘদিন ধরে সংস্কার না করায় ব্রিজটি ভেঙে পড়ে। একাধিকবার ব্রিজটির স্থানে সিমেন্টের ঢালাই ব্রিজ নির্মাণের জন্য মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেও কোনো লাভ হয়নি।”

এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে ফরিদপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহরিয়ার রুমী বলেন, “সেতুটি ভেঙে পড়ার পর সেখানে নতুন করে একটি ব্রিজ নির্মাণের জন্য ঊর্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আশা করছি খুব দ্রুতই নির্দেশনা পেয়ে যাব।”

ঘটনার দিন ধাওয়াপাড়া থেকে বালুবাহী ১০ চাকার একটি ট্রাক বেইলি ব্রিজে ওঠে। এরপর অপর প্রান্তে যাওয়ার আগেই ট্রাকসহ বেইলি ব্রিজটি ভেঙে পড়ে এবং ফরিদপুর-নগরকান্দা-মুকসুদপুর সড়কে বাস চলাচল বন্ধ হয়ে যায়।