ক্যাটাগরি

৮ উইকেটে জিতল ঢাকা মেট্রো

দ্বিতীয় স্তরের ম্যাচে ৮ উইকেটে জিতেছে মেট্রো।

বরিশাল বিভাগীয় স্টেডিয়ামে বৃহস্পতিবার ৩১ রান যোগ করে ২০৮ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা। ২ উইকেট হারিয়ে ৩৭ রানের ছোট লক্ষ্যে পৌঁছে যায় মেট্রো।

অলরাউন্ড নৈপুণ্যে ম্যাচ সেরা হয়েছেন মেট্রোর শহিদুল ইসলাম। আটে নেমে দারুণ সেঞ্চুরিতে দলকে প্রথম ইনিংসে এনে দেন বড় সংগ্রহ। সেই সঙ্গে দুই ইনিংস মিলিয়ে এই পেসার নেন ৩ উইকেট।

১৭২ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করা বরিশাল ৭ উইকেটে ১৭৭ রানে তৃতীয় দিন শেষ করে। ৫ রানে এগিয়ে থেকে চতুর্থ দিন শুরু করেছিল তারা।  

ফুড পয়জনিংয়ের কারণে তৃতীয় দিন ব্যাট করতে পারেননি অধিনায়ক ফজলে মাহমুদ রাব্বি। শেষ দিনের শুরুতে নেমে দলের বিপদে তেমন কিছু করতে পারেননি বাঁহাতি এই ব্যাটসম্যান। দিনের তৃতীয় ওভারে ফিরে যান আবু হায়দার রনির বলে এলবিডব্লিউ হয়ে।

আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান মনির হোসেনকে বোল্ড করে দেন বাঁহাতি স্পিনার আরাফাত সানি। নিজের দ্বিতীয় বলেই তানভির ইসলামকে এলবিডব্লিউ করে স্বাগতিকদের ইনিংস গুটিয়ে দেন আল আমিন।

অল্প রান তাড়ায় আনিসুল ইসলাম ইমন ও শামসুর রহমানের উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় মেট্রো। দুজনই বাঁহাতি স্পিনার তানভিরের শিকার।

দ্বিতীয় স্তরের অন্য ম্যাচে রাজশাহীকে ৮৮ রানে হারিয়েছে চট্টগ্রাম।

দ্বিতীয় রাউন্ড শুরু আগামী সোমবার। এদিন রাজশাহীর মুখোমুখি হবে বরিশাল। মেট্রোর প্রতিপক্ষ মুমিনুল হকের চট্টগ্রাম।

সংক্ষিপ্ত স্কোর:

বরিশাল ১ম ইনিংস: ৭৬ ওভারে ২৪১

ঢাকা মেট্রো ১ম ইনিংস: ৪১৩

বরিশাল ২য় ইনিংস: (আগের দিন ১৭৭/৭) ৭৩.২ ওভারে ২০৮ (মনির ১৮, মাহমুদ ৬, রাব্বি ১৪*, তানভির ৪; শহিদুল ১৩-২-৪৩-২, আবু হায়দার ২০-৮-৪২-৩, আরাফাত ২২-৬-৫৮-২, রকিবুল ৩-০-২২-০, আল আমিন ১০.২-৪-২২-১, আমিনুল ৩-০-১৮-০, শামসুর ২-১-২-১)

ঢাকা মেট্রো ২য় ইনিংস: (লক্ষ্য ৩৭) ১১.৫ ওভারে ৩৭/২ (আনিসুল ১০, জাহিদুজ্জামান ১৫*, শামসুর ৪, মার্শাল ১*; রাব্বি ৪-০-১০-০, সালমান ২-০-৬-০, তানভির ৩.৫-১-১৩-২, আশরাফুল ২-১-২-০)

ফল: ঢাকা মেট্রো ৮ উইকেটে জয়ী

ম্যান অব দা ম্যাচ: শহিদুল ইসলাম