বৃহস্পতিবার
বিকেলে শহরের উপজেলা প্রাণী সম্পদ অফিসের সামনে এ দুর্ঘটনায় ব্যাটারিচালিত অটোরিকশার
এক চালক ও দুই নারী যাত্রীও আহত হন।
নিহত পরিমা
খাতুন (৩৫) শহরতলীর সিংপাড়ার মোটরশ্রমিক রমজান আলীর স্ত্রী পরিমা।
পঞ্চগড়
সদর থানার উপ-পরিদর্শক নুর আলম জানান, উপজেলা প্রাণী সম্পদ অফিস সংলগ্ন পঞ্চগড়-ঢাকা
মহাসড়ক পার হচ্ছিলেন পরিমা। একটি ট্রাক এক অটোরিকশাকে সাইড দিতে গিয়ে ওই নারীর উপর
দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই ওই নারী নিহত হন।
এ সময় অটোরিকশার
যাত্রী শাহানা খাতুনের (৩২) একটি হাত বিচ্ছিন্ন হয়ে যায়। এছাড়া চালক ময়নুল ইসলাম (৩০)
এবং অপর যাত্রী ফাহিমা খাতুন (৩৫) আহত হন।
তিনি জানান,
পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে এবং
পরে আহত দুই নারীকে উন্নত চিকিৎসার দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে
স্থানান্তর করে।
ঘাতক ট্রাক
এবং ট্রাকের চালক আনোয়ার হোসেনকে (২৫) আটক করা হয়েছে।
পরিবারের
অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।