ক্যাটাগরি

জার্মানি দলে করোনাভাইরাসের হানা

এক বিবৃতিতে বৃহস্পতিবার দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন জানায়, আইসল্যান্ড ম্যাচ সামনে রেখে বুধবার দলের সকল খেলোয়াড় ও স্টাফের কোভিড-১৯ পরীক্ষা করা হয়, এর মধ্যে একজনের ফল আসে পজিটিভ।

আক্রান্ত খেলোয়াড়ের নাম প্রকাশ করা হয়নি। তার শরীরে কোনো উপসর্গ দেখা দেয়নি এবং তিনি আইসোলেশনে আছেন বলে জানানো হয়েছে।

এর আগে চোটের কারণে ইওয়াখিম লুভের দল থেকে ছিটকে যান মিডফিল্ডার টনি ক্রুস।

২০২২ বিশ্বকাপ বাছাইয়ে ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত পৌনে দুইটায় সফরকারী আইসল্যান্ডের মুখোমুখি হবে জার্মানি। আগামী রোববার তাদের প্রতিপক্ষ স্বাগতিক রোমানিয়া। এরপর বুধবার ২০১৪ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা খেলবে সফরকারী নর্থ মেসিডোনিয়ার বিপক্ষে।