ক্যাটাগরি

স্বাধীনতা দিবস ভলিবলে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চ্যাম্পিয়ন

মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বৃহস্পতিবার ফাইনালে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ২৬-২৮, ২৫-২২, ২৫-২১, ২৫-১৬ পয়েন্টে (৩-১ সেটে) তিতাস ক্লাবকে হারায়।

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশ সেনাবাহিনী ২৫-১৯, ২৫-২০, ২৫-২০ পয়েন্টে (৩-০ সেটে) বাংলাদেশ বিমানবাহিনীর বিপক্ষে জিতেছে।

প্রতিযোগিতার সেরা লিবারু হয়েছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সোনা মিয়া। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের হরসিৎ বিশ্বাস সেরা এ্যাটাকার  আর  সেনাবাহিনীর মহসীন সেরা সেটার হয়েছেন।