ক্যাটাগরি

নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিক নিহত

বৃহস্পতিবার দুপুরে
সৈয়দপুর পৌর শহরের প্রাণিসম্পদ হাসপাতাল মোড়ে এই ঘটনা ঘটে।

নিহত জাকির হোসেন
(২৮) একই উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের ওয়াহেদ আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীর বরাত
দিয়ে সৈয়দপুর থানার পরির্দশক আবুল হাসনাত খান বলেন, প্রাণিসম্পদ হাসপাতাল মোড় সংলগ্ন
একটি ভবনের তৃতীয় তলার ছাদে রড বাঁধার কাজ করছিলেন।

“এই সময় ওই ভবনের উপরে
থাকা বৈদ্যুতিক তারে জাকিরের স্পর্শ লাগার সঙ্গে সঙ্গে তিনি ছাদ থেকে মাটিতে পড়ে যান।”

স্থানীয়রা উদ্ধার করে
সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আবুল হাসনাত আরও জানান,
এই ঘটনায় কেউ অভিযোগ দায়ের করেনি। তবে পুলিশের পক্ষ থেকে একটি ইউডি মামলা করা হয়েছে।
ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।