ক্যাটাগরি

বরিশালে নির্মাণ শ্রমিকের মৃত্যু, ৬০ পরিবার কোয়ারেন্টিনে

এ ঘটনায় আশেপাশের ৬০টি পরিবারকে হোক কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন।

গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান, ৪৮ বছর বয়সী ওই মৃত নির্মাণ শ্রমিক দীর্ঘ দিন ধরে যক্ষ্মা ও হাঁপানিতে ভুগছিলেন বলে জানান।

দুপুরে ইউএনও জানান, শুক্রবার ভোররাতে উপজেলার মাহিলাড়া ইউনিয়নের উত্তর বিল্লগ্রামের বাসিন্দা নির্মাণ শ্রমিক মারা যান।

“এ ঘটনায় গ্রামবাসীদের মাঝে করোনাভাইরাস আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাই গ্রামবাসীদের শঙ্কামুক্ত রাখতে মৃতের পরিবারসহ আশেপাশের ৬০টি পরিবারকে হোক কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে।”

এছাড়া, মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানোর ব্যবস্থা করা হয়েছে বলে জানান তিনি।

দুপুরে মরদেহ পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।