“দৃর্ভাগ্যজনকভাবে আমরা প্রাণহানির খবর পাচ্ছি,” বলেছেন রাজ্যটির গভর্নর কে আইভি। বাসিন্দাদের সর্বোচ্চ সতর্কাবস্থায় থাকারও আহ্বান জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবারের টর্নেডোতে কালহুন কাউন্টির ছোট শহর ওয়েচিতেই ৫ জনের মৃত্যু হয়েছে বলে স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি।
টর্নেডো শহরটির অসংখ্য গাছ উপড়ে ফেলেছে. ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক বাড়িঘর।
ওয়েচির পর একাধিক টর্নেডো চিলটন ও শেলটন কাউন্টিতেও আঘাত হানে।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস এক টুইটে সতর্ক করে বলেছে , “টর্নেডো দেখার অপেক্ষায় থাকবেন না। যদি আপনি এর পথে থাকেন, তাহলে এখনি নিরাপদ আশ্রয় নিন।”
সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী অনেকেই অ্যালাবামায় টর্নেডোর তাণ্ডবের নাটকীয় ফুটেজ পোস্ট করেছে।
২০১৯ সালে অ্যালাবামার পূর্বাঞ্চলে দুটি টর্নেডোর আঘাতে ২০ জনের বেশি মানুষ নিহত হয়েছিল। নিহতদের মধ্যে ৩টি শিশুও ছিল। সেবারের টর্নেডোগুলো বাড়িঘর ও সড়কের ব্যাপক ক্ষয়ক্ষতির কারণ হয়েছিল।
টর্নেডোর কারণে যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি জিল বাইডেন অ্যালাবামায় তার পরিকল্পিত সফরটি বাতিল করেছেন বলে জানিয়েছে বিবিসি। অভিনেত্রী জেনিফার গার্নারকে সঙ্গে নিয়ে বার্মিংহ্যাম গিয়ে কংগ্রেসে সদ্য পাস হওয়া কোভিড প্রণোদনা প্যাকেজ নিয়ে আলোচনা করার কথা ছিল তার।