ক্যাটাগরি

বিধানসভা নির্বাচন: পশ্চিমবঙ্গে ৩০, আসামে ৪৭ আসন দিয়ে শুরু ভোটযুদ্ধ

শনিবার স্থানীয় সময় সকাল ৭টা থেকে শুরু হওয়া এ ভোটযুদ্ধ চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এ পর্বে পশ্চিমবঙ্গের ৩০টি ও আসামের ৪৭টি আসনের ভোটাররা তাদের রায় জানাবেন।

কোভিড-১৯ মহামারীর কারণে শারীরিক দূরত্বের নিয়ম মানাসহ নানান বাধ্যবাধকতা থাকায় এবার ভোটগ্রহণের সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি।

পশ্চিমবঙ্গে এবারের বিধানসভা ভোটে তৃণমূল ও বিজেপির মধ্যে তুমুল লড়াই হবে বলে বিভিন্ন জনমত জরিপে ইঙ্গিত দেওয়া হয়েছে।

শনিবার যে ৩০টি আসনে ভোট চলছে, ২০১৬ সালের নির্বাচনে এ আসনগুলোর ২৬টিতেই তৃণমূল প্রার্থীরা জয়লাভ করেছিল। অবশ্য তিন বছর পর লোকসভার ভোটে এসব আসনের বেশিরভাগ ভোটই পড়েছিল পদ্মফুলের বাক্সে।

বামফ্রন্ট-কংগ্রেস নেতৃত্বাধীন জোট ‘সংযুক্ত মোর্চা’ পশ্চিমবঙ্গের এবারের নির্বাচনে লড়াইয়ে আছে। 

শনিবার পুরুলিয়া ও ঝাড়গ্রামের সব এবং বাঁকুড়া, পশ্চিম ও পূর্ব মেদিনীপুরের কয়েকটি আসনের মোট ৭৩ লাখেরও বেশি ভোটার প্রায় ১০ হাজার ২০০ বুথে ঢুকে তাদের পছন্দের প্রার্থীকে বেছে নিতে পারবেন।

প্রথম দফায় ৩০টি আসনের মধ্যে বিজেপি লড়ছে ২৯টিতে, একটি আসন তারা ছেড়ে দিয়েছে অল ঝাড়খণ্ড স্টুডেন্টস ইউনিয়নকে (এজেএসইউ)। তৃণমূলও লড়ছে ২৯টিতে, এক আসনে স্বতন্ত্র এক প্রার্থীকে সমর্থন দিয়েছে দলটি। শনিবারের ভোটে কংগ্রেসের প্রার্থী আছে মাত্র ৫টি আসনে, তাদের জোটসঙ্গী বামফ্রন্টই বেশিরভাগ আসনে লড়ছে। ‘সংযুক্ত মোর্চা’ নামের এই জোটে এবার আছে ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্টও (আইএসএফ)।

আসামে ক্ষমতাসীন বিজেপিকে লড়তে হচ্ছে কংগ্রেস নেতৃত্বাধীন ‘মহাজোটের’ সঙ্গে। এ রাজ্যে শনিবার যে আসনগুলোতে ভোট হচ্ছে, ২০১৬-র নির্বাচনে তার ৩৫টি বিজেপিই ব্যাগে পুরেছিল।

উত্তরপূর্ব এ রাজ্যের প্রায় ৮১ লাখ ভোটার শনিবার তাদের রায় দেবেন; ভোট নেওয়া হবে ১১ হাজারেরও বেশি বুথে।

এ দফার ৪৭টি আসনের মধ্যে বিজেপি লড়ছে ৩৯টিতে, ১০টিতে তাদের মিত্র অসম গণপরিষদ। সমঝোতা না হওয়ায় দুটি আসনে দুই দলই প্রার্থী দিয়েছে।

কংগ্রেস লড়ছে ৪৩টিতে, একটি করে আসন তারা ছেড়েছে বদরুদ্দিন আজমলের এআইডিইউএফ, রাষ্ট্রীয় জনতা দল, আঞ্চলিক গণ মোর্চা (এজিএম) ও সিপিআইএমএলকে।

এই দুই জোটের বাইরে আসামের নির্বাচনে আছে আসাম জাতীয় পরিষদও (এজেপি)। গত বছর অল আসাম স্টুডেন্টস ইউনিয়ন এবং আসাম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ মিলে এ জোট গঠন করে।

কয়েকদফায় সব আসনে ভোটগ্রহণ শেষে ২ মে আসাম ও পশ্চিমবঙ্গের নির্বাচনের ফল জানা যাবে। একইদিন মিলবে তামিল নাডু, কেরালা ও কেন্দ্রশাসিত পুদুচেরির বিধানসভা ভোটের ফলও।