জেলা শহরের বিভিন্ন স্থানে শুক্রবার মধ্যরাত থেকে শনিবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে সদর থানার ওসি মো. আবদুর রহিম জানান।
তবে আটককৃতদের নাম-পরিচয় বলেনি পুলিশ।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর দিনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র
মোদী আসার বিরোধিতায় নেমে শুক্রবার চট্টগ্রামে বিভিন্ন সরকারি স্থাপনায় হামলা ও ভাঙচুর করে হেফাজতকর্মীরা। সেখানে পুলিশেস
সঙ্গে সংঘর্ষে চারজনের মৃত্যু হয়। এরপর ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে শুক্রবার দুপুর
থেকে সন্ধ্যা পর্যন্ত তাণ্ডব চলায় একদল মাদ্রাসাছাত্র।
ব্রাহ্মণবাড়িয়া স্টেশনের একটি টিকিট কাউন্টার, কন্ট্রোল প্যানেল
ও চেয়ার-টেবিল ভাঙচুর করে রেললাইনের ওপর নিয়ে অগ্নিসংযোগ করা হয়। এতে শুক্রবার বিকাল
৫টার দিকে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
ওসি রহিম বলেন, “সরকারি স্থাপনায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মোট ১৪ জনকে আটক করা হয়েছে। জেলা শহরের বিভিন্ন স্থানে শুক্রবার মধ্যরাত থেকে শনিবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসাছাত্রদের তাণ্ডব, রেল স্টেশনে অগ্নিসংযোগ