জেলা প্রশাসনের সহযোগিতায়
বরগুনা সায়েন্স সোসাইটি এই উদ্যোগ নিয়েছে। ফানুস বানানোর কাজটিও প্রায়
সম্পন্ন হয়েছে
বলে উদ্যোক্তারা জানিয়েছেন।
বরগুনার ডিসি হাবিবুর
রহমান বলেন,
“বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী,
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী
ও স্বল্পন্নোত দেশ থেকে
উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার উদযাপনকে
স্মরণীয় করতে
আমরা এই
উদ্যোগ নিয়েছি। আশা করছি উদ্যোগটি
যথার্থভাবে বাস্তবায়িত হবে। এছাড়া এ উদ্যোগের
ফলে স্থানীয়রা
একটি আনন্দঘন
পরিবেশ উপভোগ
করতে পারবেন।”
স্বাস্থ্যবিধি মেনে সকল
প্রকার নিরাপত্তা
নিশ্চিত করে
রোববার রাত
সাড়ে ১০টায়
জেলা সার্কিট
হাউস মাঠে
ফানুসটি ওড়ানো
হবে বলে তিনি জানান।
ফানুস তৈরি করছে বরগুনা
সায়েন্স সোসাইটি।
সোসাইটির সভাপতি আকিল আহমেদ
বলেন, ফানুস
বানানোর কাজ প্রায় সম্পন্ন হয়েছে। ৫০ ফুট
উঁচু ৩৪
ফুট ৮
ইঞ্চি প্রশস্ত
ফানুসটির নাম
রাখা হয়েছে
‘বিবি ২০২১’।
“গিনেস বুক অব
ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পাওয়ার
লক্ষ্যে জেলা
প্রশাসনের পৃষ্ঠপোষকতায় ফানুসটি তৈরি করছি আমরা।”
সোসাইটির উপদেষ্টামণ্ডলীর সদস্য মো. জুলফিকার আমিন
বাবু জানান,
বৃহস্পতিবার সোসাইটির ১১ জন সদস্য ফানুস
তৈরির কাজ
শুরু করেছেন।