ক্যাটাগরি

কুড়িগ্রামে বিআরটিসি’র বাসের ধাক্কায় প্রাণ গেল যুবকের

শনিবার দুপুরে উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের পাঁচপীর বাজার
এলাকায় এ দুর্ঘটনায় আহত যুবক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা
যান।

পরিবারের সন্ধানে নামলেও প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে, নিহত জিহাদী
(৩৪) রংপুর জেলার তারাগঞ্জ ইউনিয়নের আজমল হকের ছেলে। উলিপুরে তাবলীগ জামায়াতের
সাথে এসেছিলেন।

উলিপুর থানার ওসি ইমতিয়াজ কবির জানান, কুড়িগ্রাম-চিলমারী সড়কে পাঁচপীর
এলাকায় বিআরটিসির বাসের ধাক্কায় ওই যুবক গুরুতর আহত হন। দুর্ঘটনায় তার নাড়িভুড়ি
বের হয়ে গেছে।

কুড়িগ্রাম পুলিশ বিভাগের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) রুহুল আমিন বলেন,
আহত যুবককে দুপুরে নিয়ে আসা হলে আমি তাকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে দেখতে যাই।
তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় অ্যাম্বুলেন্সে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো
হয়।

“বিকেল ৬টা ১২ মিনিটের দিকে হাসপাতাল কর্তৃপক্ষ জানায় ওই যুবকের
মৃত্যু হয়েছে।

“এখন তার পরিবারের খোঁজ নিয়ে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা
হবে।”