প্রধানমন্ত্রী
শেখ হাসিনার বৃহস্পতিবারের বৈঠকের সূত্র ধরে বিভিন্ন সংবাদ মাধ্যমে আসা একটি সংবাদ
দৃষ্টিগোচর হওয়ায় শুক্রবার এক বিবৃতিতে এই আহ্বান জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব
ইহসানুল করিম।
বিবৃতিতে
তিনি বলেন, “এখন থেকে সরকারের দেওয়া ত্রাণ সামগ্রী বিতরণ করবে শুধু সেনাবাহিনী ও
নৌবাহিনী- এই মর্মে প্রচারিত একটি সংবাদ আমাদের দৃষ্টি আকর্ষণ করেছে। এই সংবাদটি
সম্পূর্ণ অসত্য ও বানোয়াট।
“প্রধানমন্ত্রী
শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত গতকালের সভায় এই রকম কোনো সিদ্ধান্ত হয়নি।”
করোনাভাইরাস সঙ্কট মোকাবেলায় বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে এখন কাজ করছে সশস্ত্র বাহিনী।
সংবাদ
প্রকাশের আগে তা সত্যতা নিশ্চিত হতে সংবাদ মাধ্যমগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ইহসানুল
করিম।