বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে রোববার ১-০ গোলে হারে স্বাধীনতা ক্রীড়া সংঘ। ম্যাচে ৫৮তম মিনিটে জয়সূচক গোলটি করেন অগ্রণী ব্যাংকের নাজমুল।
এ নিয়ে ১১ ম্যাচে দ্বিতীয় হারের স্বাদ পেলেও ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে স্বাধীনতা ক্রীড়া সংঘ। সমান ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে অগ্রণী ব্যাংক। ২৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে নোফেল স্পোর্টিং। ২১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে এক ম্যাচ কম খেলা কাওরান বাজার প্রগতী সংঘ।
দিনের অন্য ম্যাচে ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব ও ঢাকা ওয়ান্ডারার্স গোলশূন্য ড্র করেছে। ১১ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে ওয়ান্ডারার্স। ৮ পয়েন্ট ফকিরেরপুলের।