ক্যাটাগরি

করোনাভাইরাস: টেন্ডুলকার-ইউসুফের পর আক্রান্ত বদ্রিনাথ

কদিন আগে শেষ হওয়া সাবেকদের টুর্নামেন্ট রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে খেলেছিলেন তিন জনই। শিরোপা জয়ী ভারত দলের সদস্য ছিলেন তারা।

ভারতের সাবেক এই তিন ক্রিকেটারই জানিয়েছেন, রায়পুর থেকে ফিরে মৃদু উপসর্গ অনুভব করেন তারা। পরীক্ষা করানোর পর শনিবার টেন্ডুলকার ও ইউসুফ জানান তাদের কোভিড-১৯ পজিটিভ হওয়ার কথা।

এক দিন পর বদ্রিনাথ সামাজিক যোগাযোগ মাধ্যমের সাহায্যে দিলেন তারও আক্রান্ত হওয়ার তথ্য।

তিন জনই নিজ নিজ বাসায় আইসোলেশনে আছেন।