ক্যাটাগরি

যশোরে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবলীগ নেতা নিহত

রোববার দুপুর ১টার
দিকে যশোর-মাগুরা সড়কের বাহাদুরপুরে এই দুর্ঘটনা ঘটেছে।

নিহত জাহিদ হাসান
(৩৫) সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের পাঁচবাড়িয়া গ্রামের আজিজুর রহমানের ছেলে এবং একই
ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি।

নিহত জাহিদের চাচাতো
ভাই বাবুল হাসান জানান, জাহিদ হাসানের বাবা আজিজুর রহমান শহরের একটি বেসরকারি হাসপাতালে
চিকিৎসাধীন। হাসপাতালে তাকে দেখে ভাইজি নাওমিকে (১১) সঙ্গে নিয়ে বাড়ি ফিরছিলেন তিনি।

প্রত্যক্ষদর্শী জাহিদ
হাসান মিঠু জানান, যশোর-মাগুরা সড়কের বাহাদুরপুরে সেমকো সিএনজি স্টেশনের সামনে বিপরীত
দিক থেকে আসা একটি বিয়ের গাড়ির বহরের সামনে থাকা প্রাইভেটকার জাহিদ হাসানের মোটরসাইকেলে
ধাক্কা দেয়।

“এই সময় তারা রাস্তার
উপর পড়ে গেলে প্রাইভেটকারের পিছনে থাকা একটি মাইক্রোবাস জাহিদ ও নাওমিকে পিষ্ট করে।”

যশোর জেনারেল হাসপাতালের
জরুরি বিভাগের চিকিৎসক দেলোয়ার হোসেন জানান, হাসপাতালে আনার আগে জাহিদ হাসান মারা গেছেন।
নাওমির অবস্থা আশংকাজনক। তাকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

যশোর জেনারেল হাসপাতালে
কর্তব্যরত পুলিশের এসআই শাহিনুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় নিহত জাহিদ হাসানের মরদেহ
হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে।