ডিজিটাল ব্যাংকিং প্রসারে অবদান
রাখার জন্য এ পুরস্কার দেওয়া হয়েছে বলে রোববার সিটি ব্যাংকের
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে বলা হয়, সম্পূর্ণ
ডিজিটাল অ্যাকাউন্ট অ্যাপ, স্মার্ট আইভিআর কল সেন্টার, হোয়াটসআপ ব্যাংকিং ও ডিজিটাল ব্যাংকিং
প্ল্যাটফর্ম সিটিটাচের জন্য এ সম্মাননা অর্জন করেছে সিটি ব্যাংক।
সিটি টাচের মাধ্যমে মোবাইল ফোন
ও কম্পিউটারে সহজ ব্যাংকিং সেবা প্রদান করে সিটি ব্যাংক। পাশাপাশি কল সেন্টার
সেবায় স্মার্ট আইভিআরের মাধ্যমে সকল পর্যায়ের গ্রাহককে ডিজিটাল সেবা দেয়।
‘এখনই অ্যাকাউন্ট’ নামের অ্যাপের
মাধ্যেমে তাৎক্ষণিক হিসাব খোলার সুবিধা পাচ্ছেন নতুন গ্রাহকেরা।
আধুনিক আর্থিক সেবায় সর্বশেষ
সংযূক্তি ‘হোয়াটসঅ্যাপ
ব্যাংকিং’ এর
মাধ্যমে সিটি ব্যাংক গ্রাহকের চাহিদা অনুযায়ী অসংখ্য সেবা প্রদান করছে।
সিটি ব্যাংকের চেয়ারম্যান আজিজ
আল কায়সার বলেন, এশিয়ামানির
মত বৈশ্বিক প্রতিষ্ঠানের কাছ থেকে স্বীকৃতি আগামী দিনে উদ্ভাবনী সেবা অব্যাহত রাখতে
সিটি ব্যাংককে অনুপ্রাণিত করবে।