ক্যাটাগরি

সাতক্ষীরার সেই ছাত্রের মৃত্যুর পর ৫ বাড়ি লকড ডাউন

সাতক্ষীরা
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ চৌধুরী জানান, শুক্রবার ভোররাতে সদর
উপজেলার বল্লী ইউনিয়নের নারায়নপুর গ্রামের বাড়িতে গায়ে জ্বর, ব্যাথা ও শ্বাসকষ্ট
নিয়ে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়।

“মৃত্যুর
ঘটনায় সংশ্লিষ্ট বাড়িসহ মোট পাঁচটি বাড়ি ১৪ দিনের জন্য লকড ডাউন ঘোষণা করেছে
উপজেলা প্রশাসন। এর আওতায় থাকছেন ১৮জন।”

এছাড়া
হাসানের চিকিৎসা করা তিন গ্রাম্য ডাক্তারকেও হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

সাতক্ষীরার
সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত জানান, এ খবর পাওয়ার পর একটি মেডিকেল টিম সেখানে
পাঠানো হয়েছিল। করোনাভাইরাস পরীক্ষার জন্য তার দেহের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরের
কাছে পাঠানো হচ্ছে।

“রিপোর্ট
পাওয়ার পর হাসানের বাড়ির এলাকার লকডাউনের সময়সীমা পুণঃনির্ধারণ করা হবে।”


সাতক্ষীরায় ‘জ্বর-শ্বাসকষ্টে’ কলেজ ছাত্রের মৃত্যু
 

নারায়ণপুর গ্রামে বৃহস্পতিবার  রাতে ২০ বছর বয়সী ওই তরুণের মৃত্যুর পর তার মা বিডিনিউজ টোয়েন্টফোর
ডটকমকে বলেন, “গত পাঁচদিন ধরে তার ছেলে জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিল। জ্বরে দুর্বল
হয়ে পড়ায় সে তেমন খাওয়া দাওয়াও করতে পারছিল না। পরে স্থানীয় এক গ্রাম্য ডাক্তারের
পরামর্শ নিয়ে ছেলেকে ওষুধ খাওয়ানো হয়।”