ক্যাটাগরি

ফুটবলাররা আগে থেকেই ক্লাবের পাশে দাঁড়াতে প্রস্তুত ছিল: সুয়ারেস

সংকটময় অবস্থায় আর্থিক ধাক্কা কিছুটা কাটিয়ে উঠতে খেলোয়াড়দের বেতনের ৭০ শতাংশ কেটে নেওয়া হবে বলে গত সোমবার জানায় বার্সেলোনা। এর কদিন আগে গণমাধ্যমে খবর আসে, খেলোয়াড়রা এই বেতন কাটার সিদ্ধান্তে এমকত নয়। এতে সমালোচনার মুখেও পড়তে হয় তাদের।

বার্সেলোনার বিবৃতির আগে ওই দিনই এক ইনস্টাগ্রাম বার্তায় দলের খেলোয়াড়দের নিয়ে ওঠা এমন গুঞ্জন ভিত্তিহীন বলে উড়িয়ে দেন অধিনায়ক লিওনেল মেসি। পরের দিন ক্লাব সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউও নিশ্চিত করেন যে খেলোয়াড়দের কাছ থেকেই প্রস্তাব এসেছিল বেতন কাটার ব্যাপারে।

এবার একই কথা বললেন চোটের কারণে লম্বা সময় ধরে মাঠের বাইরে থাকা সুয়ারেসও।

“এটা খারাপ লাগার, কারণ আমরাই প্রথমে (বেতন কম নেওয়ার বিষয়ে) একটা চুক্তিতে পৌঁছাতে চেয়েছিলাম।”

“বিশ্বব্যাপী যা ঘটছে, এ সম্পর্কে আমরা সচেতন। আমরা জানি, ক্লাবের আয়ের অবস্থা কী এবং বিশ্বে কী ঘটছে। কিন্তু একটা সময় আসল এবং কথা শুরু হলো; আমরা খেলোয়াড়রা বুঝতে চাচ্ছি না: হ্যান্ডবল খেলোয়াড় ও আর সবাই চুক্তিতে পৌঁছালেও আমরা সমঝোতায় আসিনি।”

“আমরা সমঝোতায় আসিনি কারণ, আমরা সবচেয়ে ভালো সমাধানের অপেক্ষায় ছিলাম, যেন ক্লাব ও আমরা লাভবান হতে পারি। যারা কঠিন সময় পার করছে, তাদেরও যেন সাহায্যে আসতে পারি।”

গত জানুয়ারিতে হাঁটুর অস্ত্রোপচারের পর থেকে মাঠের বাইরে আছেন সুয়ারেস। পুরোপুরি সুস্থ হয়ে তার ফিরতে চার মাসের মতো লাগতে পারে বলে তখন জানানো হয়েছিল।