ক্যাটাগরি

সাতক্ষীরা সীমান্তে নদীতে লাশ, পরিচয়পত্র ভারতীয়

পরিচয়পত্রের
তথ্য অনুযায়ী ওই যুবকের বাড়ি পশ্চিমবঙ্গের বর্ধমানের আসানসোলে। রিভারসাইড রোডের ডিএস
ফ্ল্যাটের ২-এর এ ঠিকানায় থাকতেন তিনি।

রনদ্বীপ
সাও নামের ৩৫ বছর বয়সী এই যুবকের বাবার নাম জগন্নাথ সাও।

সাতক্ষীরা
সদর থানার ওসি মো. আসাদুজ্জামান বলেন, সকালে সীমান্ত নদীতে উদ্ধার হওয়া এই যুবকের লাশের
ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি
জানান, ওই যুবক হিন্দু বলে নিশ্চিত হওয়ার পর ময়নাতদন্ত শেষে লাশ পোড়ানোর উদ্যোগ নেওয়ার
প্রাক্কালে তার অন্তর্বাসে পরিচ পত্র পাওয়া যায়।

“পরিচয়পত্রে
তথ্য অনুযায়ী তিনি জগন্নাথ সাওয়ের ছেলে রনদ্বীপ সাও। পশ্চিমবঙ্গের বর্ধমানের আসানসোলের
রিভারসাইড রোডের ডিএস ফ্লাটের ২ এর এ ঠিকানায় তার বাস।”

এই ব্যাপারে
৩৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আল মাহমুদ বলেন, বিজিবির পক্ষ থেকে
ভারতের ৮৫ বিএসফের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। বিএসএফ এখনও রেসপন্স করেনি।