ক্যাটাগরি

দায়িত্ববোধ ও সচেতনতাই বাংলাদেশকে নিরাপদ রাখতে পারে: নৌ প্রতিমন্ত্রী 

জনগণের সচেতনতা ও দায়িত্ববোধই করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে বাংলাদেশকে নিরাপদ রাখতে সাহায্য করবে- বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

শুক্রবার (৩ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক ভিডিও বার্তায় দিনাজপুর-২ আসনের এই সংসদ সদস্য নিজ নির্বাচনী এলাকার জনগণের উদ্দেশ্যে তিনি এ মন্তব্য করেন।

এছাড়া প্রতিমন্ত্রী সবাইকে জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দিয়ে বলেন, আমাদের সমাজ ব্যবস্থা পশ্চিমাদের মতো নয়। আমরা সামাজিক বন্ধনে বিশ্বাস করি। এ সময়ে আমরা তথ্য প্রযুক্তি ব্যবহার করে, ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঘরে বসে একে অপরের সঙ্গে যুক্ত হতে পারি। আমাদের এ যুক্ত থাকার জন্য দেশরত্ন শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ গড়ে দিয়েছেন।

খালিদ মাহমুদ বলেন, আমরা জানি সরকারি ছুটি ঘোষণার সঙ্গে সঙ্গে কিছু মানুষ সঙ্কটের মুখে পড়েছেন। দিনমজুর, খেঁটে খাওয়া মানুষ, যারা শারীরিক ভাবে অক্ষম- এ ধরনের মানুষগুলো সঙ্কটের মধ্যে আছে। এ সঙ্কটে সরকার আপনাদের পাশে আছে। ইতোমধ্যে উপজেলা প্রশাসনের মাধ্যমে আমরা প্রত্যেকটি ইউনিয়ন-ওয়ার্ড পর্যায়ে এ ধরনের মানুষের কাছে সাহায্য সহযোগিতা পৌঁছে দিচ্ছি। প্রতিমন্ত্রী বলেন, জনপ্রতিনিধি ও সরকারের কর্মকর্তারা ঝুঁকি নিয়ে এ ধরনের কর্মকাণ্ড পরিচালনা করছেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে সারাদেশের মতো বিরল-বোচাগঞ্জের আওয়ামী লীগের নেতা-কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে রাতের অন্ধকারে বাড়ি বাড়ি গিয়ে এ সহযোগিতা পৌঁছে দিচ্ছে। যতদিন করোনা সঙ্কট থেকে মুক্ত না হব ততদিন পর্যন্ত আমাদের এ সহযোগিতা অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ পরিস্থিতি স্বাভাবিক হবার পর ১৫ দিন সময় রেখে এইচএসসির সময়সূচি

সবাইকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়ে খালিদ বলেন, আমরা বাংলাদেশ ও বাংলাদেশের মানুষকে নিরাপদ রাখতে চাই। কারণ, আমাদের পূর্ব পুরুষরা যে ইতিহাস রচনা করেছেন। মহান মুক্তিযুদ্ধে জাতির পিতার নেতৃত্বে ৩০ লক্ষ শহীদের রক্ত ও অসংখ্য মা- বোনের আত্মত্যাগের বিনিময়ে, যে আমাদের অর্জিত বিজয়। যে বিজয় আমাদের অহংকারের জাতিতে পরিণত করেছে, সে অহংকারকে বুকে ধারণ করে আমরা দায়িত্ববোধের পরিচয় দেব। সচেতনতার মধ্য দিয়ে বাংলাদেশকে নিরাপদ রাখব।

খালিদ বলেন, আপনারা অসচেতন ও দায়িত্বহীন আচরণ করলে আমাদের এ মানবিক বাংলাদেশ করোনার অন্ধকারে নিমজ্জিত হতে পারে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এ সঙ্কট মোকাবিলায় সফল হবে বলেও প্রত্যয় ব্যক্ত করেন খালিদ মাহমুদ।

ইত্তেফাক/ এমএএম