ক্যাটাগরি

করোনাভাইরাস: সিলেটের একগাদা ক্রিকেটার আক্রান্ত

টুর্নামেন্টের প্রথম রাউন্ডের শেষ দিনে গত বৃহস্পতিবার সিলেটের পেসার ইবাদত হোসেনের কোভিড শনাক্ত হওয়ার খবর জানা যায়। তার জায়গায় সেদিন যিনি মাঠে নেমেছিলেন, সেই রেজাউর রহমান রাজাও এখন আক্রান্ত।

পাশাপাশি অধিনায়ক অলক কাপালী, সৈয়দ খালেদ আহমেদ, ইমতিয়াজ হোসেন ও তৌফিক খানের শরীরেও কোভিড-১৯ এর উপস্থিতি পাওয়া গেছে। তারা সবাই খেলেছেন প্রথম রাউন্ডে।

সিলেট দলের কোচ রাজিন সালেহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুই দফায় করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন এই ৬ ক্রিকেটার।

“এই মুহূর্তে আমার হাতে মাঠের ১১ জন ছাড়া আর কোনো খেলোয়াড় নেই। প্রথম দফায় তিন জন আক্রান্ত হয়। পরে আরও তিন জনের পজিটিভ ফল এসেছে। সবাই আইসোলেশনে আছে।”  

“দলের সবাই মানসিকভাবে শক্ত আছে। ওরা পেশাদার, আজকেও ওরা ভালো ক্রিকেট খেলেছে। তিন দিন পর কাপালী ও রাজা পরীক্ষা করাবে, ওরা নেগেটিভ হলে দলের সঙ্গে যোগ দেবে।”

চলতি জাতীয় লিগে কোভিড বিপত্তির শেষ নয় এখানেই। রংপুরের সিভিল সাজর্ন ডাক্তার হিরোম্ব কুমার রায় নিশ্চিত করেছেন, রংপুর দলের চার ক্রিকেটার আক্রান্ত। তবে ক্রিকেটারদের নাম নিশ্চিত করতে পারেননি তিনি।

রংপুর ক্রিকেট গার্ডেনে সোমবার থেকে শুরু হওয়া খুলনার বিপক্ষে রংপুরের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে নিয়মিত খেলোয়াড়দের মধ্যে খেলছেন না অধিনায়ক আকবর আলি, নাঈম ইসলাম ও আলাউদ্দিন বাবু। প্রথম রাউন্ডে খেলেছিলেন তিন জনই।

রংপুরের ম্যানেজার মোহাম্মদ শামসুজ্জামানের অবশ্য দাবি, তার দলে আক্রান্ত কেউ নেই।

“আমাদের দলের কয়েকজনের পরীক্ষা করানো হয়েছিল। দেরিতে ফল আসায় ওরা খেলতে পারেনি। অনেকে মনে করেছে, ওরা পজিটিভ।”