সোমবার এক টুইটে তিনি নিজেই নিজের আক্রান্ত হওয়ার খবর জানান।
লেখেন, ‘‘টিকার প্রথম ডোজ গ্রহণ করেছি। কিন্তু টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করার পর শরীরে কোভিড-১৯ এর বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হওয়া শুরু হয়, যেটা এক সপ্তাহের মধ্যে নেওয়ার কথা ছিল। দয়া করে সতর্ক থাকুন।”
প্রধানমন্ত্রী ইমরানও করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ গ্রহণের দুই দিন পর ‘পজিটিভ’ হয়েছিলেন। কর্মকর্তাদের ধারণা, টিকা গ্রহণের আগেই ইমরান ভাইরাস সংক্রমিত হয়েছিলেন।
দক্ষিণ এশিয়ার দেশগুলোতে নতুন করে আবার করোনাভাইরাস সংক্রমণ বাড়তে শুরু করেছে। প্রতিবেশী ভারতে গত পাঁচ মাসের মধ্যে সোমবার দৈনিক সব থেকে বেশি রোগী শনাক্ত হয়েছে। পাকিস্তানেও সংক্রমণের দ্বিতীয় ঢেউ শুরু হয়ে গেছে এবং দ্রুত শনাক্ত ও মৃত্যু বাড়ছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান করোনাভাইরাসে আক্রান্ত
বাংলাদেশেও সোমবার দৈনিক শনাক্তের নতুন রেকর্ড হয়েছে।