শুক্রবার বেলা ১২টার দিকে সদর উপজেলার খোকসাবাড়ি ইউনিয়নের চর খোকসাবাড়ি
গ্রামে তারা মারা যায় বলে সদর থানার ওসি নজরুল ইসলাম জানান।
নিহতরা হল ওই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মাহিন (৮) ও একই এলাকার কোরবান
আলীর ছেলে তামিম (৬)।
ওসি পরিবারের বরাতে বলেন, দুই শিশু ব্যাঙ দেখতে পুকুরপাড়ে গিয়েছিল। হঠাৎ
পানিতে পড়ে তারা ডুবে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক
মৃত ঘোষণা করেন।