ক্যাটাগরি

প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে খুলনায় সাংবাদিক গ্রেপ্তার

খানজাহান আলী থানার ওসি প্রবীর কুমার বিশ্বাস জানান, মঙ্গলবার বেলা ১২টার দিকে নাঈমুর রহমান নামে এই সাংবাদিককে গ্রেপ্তার করেন তারা।

নাইমুর বিজয় টিভির খুলনা প্রতিনিধি।

ওসি প্রবীর বলেন, “মঙ্গলবার বেলা ১২টার দিকে ফুলবাড়িগেট পুরাতন টিটি কলেজ রোডে নাঈমুর রহমানসহ কয়েকজন প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করেন। তারা আওয়ামী লীগ সম্পর্কে গালাগাল করেন এবং আন্দোলন করে সরকারের পতন ঘটাবেন বলে উচ্চস্বরে হুংকার দেন।

“স্থানীয়রা প্রতিবাদ করলে তারা তাদের ওপর চড়াও হন। একপর্যায়ে জনগণ নাঈমুরকে ধরে পুলিশে দেয়। অন্যরা পালিয়ে যায়। এ ঘটনায় এক আওয়ামী লীগ সমর্থক বাদী হয়ে নাইমুরসহ অজ্ঞাতপরিচয় কয়েকজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছেন।”

নাঈমুরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে; অন্য আসামিদের শনাক্ত করে ধরার জন্য অভিযান চলছে বলে জানান ওসি প্রবীর।