জাতীয় লিগের দ্বিতীয় স্তরের ম্যাচে মেট্রোকে ২৬৭ রানে গুঁড়িয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে চট্টগ্রাম। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান পিনাক ঘোষকে হারিয়ে ৪৩ রানে তৃতীয় দিন শেষ করেছে তারা। ১৭৮ রানে এগিয়ে মুমিনুল হকের দলটি।
কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের এক নম্বর মাঠে বল হাতে আলো ছড়িয়ে ৭২ রানে ৫ উইকেট নিয়েছেন মুরাদ। প্রথম শ্রেণির ক্রিকেটে দ্বিতীয় ম্যাচেই ৫ উইকেট পেলেন বাঁহাতি এই স্পিনার।
৩ উইকেটে ১৩২ রান নিয়ে বুধবার দিনের শুরুটা ভালোই করেছিল ঢাকা মেট্রো। প্রথম ঘণ্টায় দলকে কোনো বিপদে পড়তে দেননি আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান জাহিদুজ্জামান খান ও আল আমিন জুনিয়র।
আস্থার সঙ্গে খেলতে থাকা জাহিদুজ্জামান ফিফটি তুলে নেন ১৭০ বলে। এরপর তাকে ইনিংস বড় করতে দেননি মুরাদ। ৮ চারে ৭১ রান করে এই ওপেনার সীমানায় ধরা পড়েন।
থিতু হওয়া আল-আমিনকে সঙ্গ দেন কিপার ব্যাটসম্যান জাবিদ হোসেন। ধৈর্যশীল ব্যাটিংয়ে কয়েক ওভার কাটিয়েও দেন তারা। আল আমিনকে ফিরিয়ে এই জুটির প্রতিরোধ ভাঙেন মেহেদি হাসান রানা।
জাবিদও ফেরেন উইকেটে জমে গিয়ে। লোয়ার অর্ডারের চার ব্যাটসম্যানকে দ্রুত ফেরত পাঠিয়ে ৫ উইকেটের স্বাদ নেন মুরাদ। যাদের মধ্যে কেবল শহিদুল ইসলাম যেতে পারেন দুই অঙ্কে।
অপর প্রান্তে সতীর্থদের আসা-যাওয়া দেখছিলেন শরিফুল্লাহ। ৫ চারে ৮১ বলে ৩৮ রান করে অপরাজিত ছিলেন এই অফ স্পিনিং অলরাউন্ডার।
১৩৫ রানে এগিয়ে থেকে ব্যাটিংয়ে নামা চট্টগ্রামকে এবার বড় ইনিংস উপহার দিতে পারেননি পিনাক। রান আউটে কাটা পড়েন তিনি কেবল ৪ রানে।
বাকি সময় নিরাপদে কাটিয়ে দেন সাদিকুর রহমান ও মাহমুদুল হাসান জয়। ওপেনার সাদিকুর ১৯ ও মাহমুদুল ২০ রানে ব্যাট করছেন।
সংক্ষিপ্ত স্কোর:
চট্টগ্রাম ১ম ইনিংস: ৪০২/৮ ইনিংস ঘোষণা
ঢাকা মেট্রো ১ম ইনিংস: (আগের দিন ১৩২/৩) ১০৭.২ ওভারে ২৬৭ (জাহিদুজ্জামান ৭১, আল আমিন জুনিয়র ৩৪, জাবিদ ১৫, শরিফুল্লাহ ৩৮*, শহিদুল ১০, আবু হায়দার ২, আরাফাত সানি ১, মানিক ১; ইরফান ১৬-৪-৪৪-০, মেহেদি রানা ৩০-৭-৭৪-২, নাঈম ৩৫-১১-৬৯-১, মুরাদ ২৬.২-৪-৭২-৫)।
চট্টগ্রাম ২য় ইনিংস: ১৭ ওভারে ৪৩/১ (সাদিকুর ১৯*, পিনাক ৪, মাহমুদুল ২০*; শহিদুল ৬-১-১৫-০, মানিক ৬-২-১৮-০, শরিফুল্লাহ ৫-১-১০-০)।