কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে সদ্যপুস্করিণী যুব স্পোর্টিং ক্লাবকে ১৪-০১ গোলে উড়িয়ে দেয় বসুন্ধরা কিংস। কৃষ্ণার ৭ গোলের পাশাপাশি শিউলি আজিম ৪টি, সিরাত জাহান স্বপ্না ২টি ও সাবিনা খাতুন একটি গোল করেন। সদ্যপুস্করিণীর একমাত্র গোলদাতা তনিমা বিশ্বাস।
প্রথমার্ধেই পাঁচ গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ মুঠোয় নেয় বসুন্ধরা কিংস। দ্বিতীয়ার্ধে আরও ৯ গোলে বড় জয় নিশ্চিত হয় দলটির।
দ্বিতীয় মিনিটে দলকে এগিয়ে নেওয়ার পর ২৩ ও ৫০তম মিনিটের গোলে হ্যাটট্রিক পূরণ করেন কৃষ্ণা। পরে আর চার গোল করেন এই ফরোয়ার্ড। প্রথমার্ধে জোড়া গোল করা শিউলি ৫৮তম মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন।