বৃহস্পতিবার সকাল ১১টার দিকে নগরীর ভাওয়াল রাজবাড়ি সড়কে জেলা
প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানবন্ধন কর্মসূচি পালন করেন গাজীপুর জেলা
রিপোর্টার্স ক্লাব।
পরে সংগঠনটির সভাপতি মুস্তাকিম খানের সভাপতিত্বে সংক্ষিপ্ত প্রতিবাদ
সভায় বক্তরা হামলা-ভাংচুর ও সাংবাদিক নির্যাতনে দায়ীদের চিহ্নিত করে গ্রেপ্তার ও
দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান।
সেখানে অন্যান্যর মধ্যে বক্তব্য দেন, গাজীপুর প্রেস ক্লাবের সাধারণ
সম্পাদক রাহিম সরকার, সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মী সৈয়দ মোকছেদুল আলম লিটন,
রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক এমএ ফরিদ, সহসভাপতি সাইফুল ইসলাম মানিক,
যুগ্ম-সম্পাদক কাজী মকবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান প্রমুখ।