জাতীয় ভলিবল স্টেডিয়ামে বৃহস্পতিবার কোয়ালিফাইং ম্যাচে হাড্ডাহাড্ডি
লড়াইয়ে শ্রীলঙ্কাকে ৩৭-৩৬ পয়েন্টে হারিয়ে ফাইনালে ওঠে কেনিয়া। আগামী শুক্রবার সন্ধ্যা
৭টায় দলটির মুখোমুখি হবে বাংলাদেশ।
টানা চার জয়ে ফাইনালে ওঠার পথে কেনিয়াকে রাউন্ড রবিন লিগের ম্যাচে
৩২-২৯ পয়েন্টে হারিয়েছিল বাংলাদেশ। দল দারুণ ছন্দে থাকায় ফাইনাল নিয়ে আশাবাদী বাংলাদেশ
কোচ সাজুরাম গয়াত।
“পাঁচ জাতির এ টুনামেন্টে চমৎকার ছন্দে রয়েছে বাংলাদেশ। গ্রুপ পর্বে
প্রতিটি ম্যাচই অসাধারণ খেলেছে। সেই সাফল্যের ধারাবাহিকতায় বাংলাদেশ দল ফাইনালেও শতভাগ
সাফল্য পাবে বলে আমি আশাকরি।”
“আমার বিশ্বাস বাংলাদেশই এ আসরে শিরোপা জিতবে। ইতোমধ্যে প্রতিপক্ষের
যেসব দুর্বলতা রয়েছে, সেগুলোর ভিডিও ফুটেজের মাধ্যমে সেগুলো খেলোয়াড়দের দেখানো হয়েছে।
একই সঙ্গে নিজেদের ভুলক্রটিগুলোও শুধরে নিয়েছি
আমরা।”