বৃহস্পতিবার বিকালে উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের ঘগোয়া গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত আহসান হাবিব ওই গ্রামের আখেরুজ্জামানের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য হাফেজ মজিবর রহমান বলেন, শিশুটির মা গ্রামের এক ফেরিওয়ালার কাছ থেকে বিকালে ছোলা কিনে খাচ্ছিলেন। এই সময় ছেলেকেও দেন কয়েকটা।
“শিশুটি ছোলা খাওয়ার সময় তার শ্বাসনালিতে আটকে যায়। অসুস্থ হয়ে পড়লে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সন্ধ্যায় সে মারা যায়।”
এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।