শুক্রবার এক ফেইসবুক পোস্টে নিজেই সে খবর জানিয়ে তিনি লিখেছেন, “বিরতিহীনভাবে একটানা ৩৬৫ দিনের বেশি অফিস করবার পর উপসর্গসহ করোনা আক্রান্ত হলাম। মহান আল্লাহ এই মহামারী থেকে মানবজাতিকে, বাংলাদেশের মানুষকে রক্ষা করুন।”
পরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পক্ষ থেকে যোগাযোগ করা হলে মোবাইল ফোনে এসএমএসে নাসিমা সুলতানা জানান, তিনি ‘ভালো’ আছেন।
দেশে করোনাভাইরাস সংক্রমণ শুরুর পর বেশ কিছুদিন স্বাস্থ্য অধিদপ্তরের দৈনিক স্বাস্থ্য বুলেটিনের উপস্থাপনা করে অধ্যাপক নাসিমা সুলতানা সবার পরিচিত মুখ হয়ে ওঠেন।
গত ২৭ জানুয়ারি দেশে প্রথম যে পাঁচজনকে করোনাভাইরাসের টিকা দেওয়া হয়েছিল, নাসিমা সুলতানা তাদের একজন।
স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নানও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শুক্রবার মহাখালীর শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি হয়েছেন।
গত কিছু দিনে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলমসহ স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের বেশ কয়েকজন কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। খুরশীদ আলম এখনও বাসায় আইসোলেশনে আছেন।