ক্যাটাগরি

ইপিএলে মার্চের সেরা ইহেনাচো ও টুখেল

লিগ কর্তৃপক্ষ
শুক্রবার এই ঘোষণা দেয়। প্রথমবারের মতো প্রিমিয়ার লিগের মাস সেরা কোচ হলেন টুখেল।

জানুয়ারি ও ফেব্রুয়ারি
মাসের পুরস্কার দুটি জিতেছিলেন ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার ইলকাই গিনদোয়ান ও কোচ
পেপ গুয়ার্দিওলা।

গত মাসে লেস্টার
সিটির হয়ে তিন ম্যাচে ৫ গোল করেছেন ইহেনাচো। শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে ৫-০ গোলের
জয়ে হ্যাটট্রিক করেছিলেন নাইজেরিয়ান এই ফরোয়ার্ড।

লিগ টেবিলে তিন
নম্বরে আছে লেস্টার সিটি। চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেওয়ার দৌড়ে আছে তারা।

গত জানুয়ারিতে
ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের জায়গায় টুখেলকে কোচ হিসেবে নিয়োগ দেয় চেলসি। তার কোচিংয়ে এখনও
কোনো ম্যাচ হারেনি দলটি।

গত মাসে লিভারপুলের
মাঠে দারুণ জয়ের পর এভারটনকে হারায় চেলসি। আর লিডস ইউনাইটেডের মাঠে করে ড্র।

টুখেলের কোচিংয়ে
অজেয় পথচলায় দলটি পয়েন্ট টেবিলে আট নম্বর থেকে চারে উঠে এসেছে। লেস্টার থেকে ৫ পয়েন্ট
পিছিয়ে তারা।