তিন দিনের রিমান্ড শেষে শুক্রবার তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির
করে পুলিশ।
মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে রাখার আবেদন করেন মামলার
তদন্ত কর্মকর্তা হাজারীবাগ থানা এসআই সুদীপ কুমার বিশ্বাস।
অপর দিকে নিপুণ রায়ের জামিন চেয়ে আবেদন করা হয়।
শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ঢাকা
মহানগর হাকিম মাসুদ উর রহমান।
নিপুণের আইনজীবী মাসুম আহমেদ তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে বলেন,
“তাকে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। আমরা আগামি সপ্তাহে
জামিনের জন্য জজ কোর্টে আবেদন করব।”
তিনি জানান, নিপুণ রায় চৌধুরীকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে।
গত সোমবার নিপুণ রায়কে রিমান্ডে পাঠিয়েছিল আদালত।
‘নাশকতার ষড়যন্ত্রের’ অভিযোগে গত ২৮ মার্চ বিকালে নিপুণ রায়কে তার রাজধানীর
রায়ের বাজারের বাসা থেকে গ্রেপ্তার করে র্যাব।