ক্যাটাগরি

ভারতে মহুয়া বীজ কুড়াতে গিয়ে বাঘের আক্রমণে বৃদ্ধের মৃত্যু

এনডিটিভি জানায়, শুক্রবার ভোর ৫টার দিকে ঘাটকোহকা এলাকায় ওই ঘটনা ঘটে।

নিহত ওই বৃদ্ধের বয়স ৬২ বছর। তার নাম ঘষিরাম ভর্মা বলে জানান পেঞ্চ ফিল্ডের পরিচালক বিক্রম সিং পরিহর।

তিনি বলেন, ‘‘ওই বৃদ্ধ মহুয়া বীজ সংগ্রহের জন্য সেখানে গিয়েছিলেন। হঠাৎ একটি বাঘ তাকে আক্রমণ করে হত্যার পর আবার জঙ্গলে চলে যায়।”

ওই এলাকায় গত কয়েকদিন ধরে বাঘের আনাগোনা দেখা যাচ্ছিল বলে জানান পেঞ্চ ফিল্ডের উপপরিচালক। সতর্ক করার পরও নিহত ঘষিরাম একাই সেখানে যান।

নিহত ঘষিরামের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে চার লাখ রুপি দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলেও জানান তিনি।

ঘষিরাম নিহত হওয়ার পর ওই এলাকার লোকজন বিক্ষোভ শুরু করেছিল। পরে বন কর্মকর্তারা তাদের শান্ত করেন।